News:

অধ্যক্ষ মহোদয়ের বাণী

একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে জ্ঞান-বিজ্ঞানের এ চলামান স্রোতধারায় উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে সমাসীন হবার প্রধান অবলম্বন হল সুশিক্ষিত মানব সম্পদ। যে কোন দেশের এ মহা মূল্যবান মানব সম্পদের উন্নয়নে সন্দেহাতীতভাবে অগ্রণী ভূমিকা পালন করে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ। তাই এ এলাকায় উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে ও শিক্ষার আলো সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেবার নিমিত্ত মহীয়সী নারী বেগম রোকেয়া ও নবাব ফয়জুন্নেছার যোগ্য উত্তরসুরী বিশিষ্ট সমাজসেবিকা ও দানবীর জনাবা আলহাজ্ব রওশন আরা বেগমের বদান্যতায় ও অত্র এলাকার সম্মানিত সুধীজনের সার্বিক সহযোগিতায় ১৯৯৭ সালের ২১ শে মে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

এ কলেজে রয়েছে দক্ষ, কর্মতৎপর ও বিদ্যানুরাগী গভর্নিং বডি, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এবং আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা। এই কলেজটি সম্পূর্ণভাবে রাজধানীর যানজট, কোলাহল ও ধূমপান মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত রাজনীতির প্রভাব বিবর্জিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ হতে শুরু হয়েছে তার পদযাত্রা। হাঁটি-হাঁটি পা-পা করে এগিয়ে চলেছে উন্নতির দিকে। উন্মোচিত হয়েছে জ্ঞানের এক নতুন দিগন্ত। এখানে আছে উচ্চ শিক্ষার প্রাথমিক সোপান উচ্চ মধ্যমিক স্তর। এই স্তরে আছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাসহ সহশিক্ষা কার্যক্রমের বিশেষ সুবিধা। শিক্ষার্থীরা পছন্দ মত যে কোন একটি বিভাগ বেছে নিয়ে গড়ে নিবে তার প্রস্ফুটিত সুন্দর ভবিষ্যৎ।

এছাড়াও অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, এই কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে বি.বি.এস. (স্নাতক পাস) কোর্স চালুর মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ অবারিত হয়েছে। কলেজটিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আইসিটি সুযোগ সুবিধা সংবলিত চারতলা নতুন একাডেমিক ভবন নির্মিত হয়েছে যার ফলে শিক্ষার্থীরা আরো উন্নত পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। বাস্তব উপযোগিতার প্রতি গুরুত্বারোপ করে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে বিধায় এই কলেজের সামগ্রিক শিক্ষার পরিবেশ প্রতিযোগিতা মূলক ও উন্নয়নধর্মী। এ কলেজ পরিচালনার মূলমন্ত্র হল অবিরাম প্রচেষ্ঠার মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের উৎকর্ষ সাধন করে একে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা।

আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতিতে “সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ” শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রত্যাশী। আদর্শ ও উদ্দেশ্যের সম্মিলনে সমাজের সকলের সহযোগিতাই আমাদের কাম্য। আমাদের এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাসহ সুশীল সমাজের সকল মহলের মূল্যবান পরামর্শ এবং সহযোগিতা একান্তভাবেই প্রত্যাশা করছি।

 

মো. হারুন-অর-রশীদ

অধ্যক্ষ

সানারপাড় রওশন আরা কলেজ